Market
অতিমারি পরিস্থিতিতে ভারতকে আয়ের পথ দেখাচ্ছে কৃষি। সম্প্রতি একটি সমীক্ষা থেকে দেখা গিয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে ভারতের কৃষিজাত পণ্য রপ্তানির পরিমাণ বেড়ে দাঁড়াবে ১৫%। চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ধান, ডাল, বিভিন্ন দুগ্ধজাত পণ্য এবং মাংস রপ্তানি করে ভারতের কোষাগারে ঢুকেছে ৪.৮১ বিলিয়ন ডলার। গত বছরে রপ্তানির এই অঙ্ক ছিল ৩.৩৩ বিলিয়ন ডলারের মত।
এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির খবর অনুযায়ী ভারতে অন্যান্য শিল্পে যতটা সংকোচন এসেছে, কৃষিক্ষেত্রে ততই বিস্তৃতি ঘটেছে দেশের। ফলমূল এবং আনাজের রপ্তানি একদিকে যেমন বেড়ে দাঁড়িয়েছে ৯.১ শতাংশ ,তেমনই বিভিন্ন প্রসেসড ফুডের রপ্তানিও বেড়েছে নজিরবিহীন। জানা গিয়েছে, রপ্তানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬৯.৬ শতাংশ।
গত বছরে ফলমূল এবং আনাজ রপ্তানি করে ভারত আয় করেছিল ৫৮৪.৫ মিলিয়ন ডলার। সেখানে এই অর্থবর্ষে ভারতের আয় বেড়ে দাঁড়িয়েছে ৬৩৭.৭ মিলিয়ন ডলার। এমনকি এই অর্থবর্ষের প্রথম তিন মাসেই মাংস, দুগ্ধজাত পণ্য এবং পোলট্রি প্রোডাক্টের রপ্তানিও বেড়েছে একলাফে ১১১.৫ শতাংশ। তাই স্বাভাবিকভাবেই বলা যায়, দেশে শিল্পের চাকা নিজস্ব ছন্দে ঘুরতে শুরু করলেও কৃষিনির্ভর ভারতবর্ষে কিন্তু দেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে শক্ত করে ধরে রেখেছে কৃষিকাজ।
ব্যুরো রিপোর্ট