Market
কোভিড ঝড়েও বন্ধ হয়নি রপ্তানি। বরং বেড়েছে। ব্যবসার অন্যান্য ক্ষেত্রে যখন দেশ চরম আর্থিক ক্ষতির মুখে, তখন অর্থনীতিকে দাঁড় করাতে সাহায্য করেছে কৃষিকাজ।
চাল, গম, সয়াবিন, লঙ্কা, চিনি, র কটন এবং সব্জি রপ্তানি করে বিশ্ব বাজারের দৃষ্টি কেড়েছে ভারত। সাম্প্রতিক রিপোর্টে উঠে আসছে এমনই তথ্য। জানা গিয়েছে গত বছর এপ্রিল থেকে এই বছরের মার্চ পর্যন্ত শুধু কৃষিজাত পণ্য এবং অ্যালকোহল পানীয় রপ্তানি করে দেশের আয় দাঁড়িয়েছে ২.৭৪ লক্ষ কোটি টাকায়। ১৯-২০ সাল থেকে রপ্তানি অঙ্কের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৮%।
গম রপ্তানি করে ভারত লাভের অঙ্ক ঘরে তুলেছে অনেকটাই। যেখানে অন্যান্য বছর গম রপ্তানি করে দেশের আয় হয়েছিল ৪২৫ কোটি টাকা সেখানে এই বছর গম রপ্তানিতে দেশের আয় বেড়ে দাঁড়িয়েছে ৩,২৮৩ কোটি টাকায়। শতাংশের হিসেবে শুধু গম রপ্তানিতে আয় বেড়েছে ৭২৭%। আফগানিস্তানে গম রপ্তানি হয়েছে ৫০,০০০ টন এবং লেবাননে ৪০,০০০ টন।
দেশের প্রায় ১ কোটি ৬৬ লক্ষ মানুষ বর্তমানে কৃষিকাজের ওপরেই নির্ভরশীল। এবং কৃষিজাত পণ্য রপ্তানিতে ভারত বরাবরই এগিয়ে থাকে অন্যান্য দেশের থেকে। সেই ট্র্যাডিশনই বজায় থাকল এবারেও। করোনা ভাইরাসও দাঁড়ি টানতে পারল না রপ্তানিতে।
ব্যুরো রিপোর্ট