Story
শুধু শস্য নয়, মৎস্য চাষেও কৃষকদের উৎসাহিত করতে হবে। অতিমারি পরিস্থিতিতে কৃষকের আর্থিক অবস্থা হোঁচট খাওয়ায় কৃষি দপ্তর বিভিন্ন জায়গায় পাশে দাঁড়িয়েছে, কৃষকদের প্রয়োজনে। উৎসাহ দিচ্ছে লাভজনক চাষে। এই কঠিন পরিস্থিতির মধ্যেও যাতে উপার্জনের রাস্তাটা আরো একটু মসৃণ হয়। এই যেমন পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লক।
এখানে কৃষি দপ্তর আতমা প্রকল্পের মাধ্যমে ৩০ জন কৃষকদের ১৬ কেজি করে চারাপোনা দিয়েছে। তার সঙ্গে চুন।
রুই, কাতলা, মৃগেলের মত মাছ চাষ করে চাষিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। শুধু শস্য চাষের মধ্যেই আটকে থাকলে হবেনা। এতে চাষিদের আর্থিক ভিতটা আরো একটু মজবুত হবে। অন্তত এমনটাই জানালেন, ব্লক টেকনোলজি ম্যানেজার অরুণাভ সামন্ত।
কৃষিদপ্তর চেষ্টা করছে আরো কিভাবে আর্থিক দিক থেকে চাষিদের উন্নতি করা যায়। সেই কারণে নিত্যনতুন মাছ দিয়ে চাষিদের আরো উৎসাহী করে তুলবে।
করোনার জোড়ালো কামড়ে শিল্পক্ষেত্রে অর্থনীতিতে ধস নামলেও কৃষিই তখন একমাত্র অর্থনীতির মুখ হয়ে দাঁড়িয়েছিল। তাই কৃষিক্ষেত্রে জোয়ার আনার জন্য, একইসঙ্গে কৃষকদের স্বাবলম্বী করার জন্যই বারবার পাশে দাঁড়িয়েছে কৃষিদপ্তর।
প্রসূণ ব্যানার্জী, পশ্চিম মেদিনীপুর