Trending
ধানের ফলন ভালো হওয়ায় খুশিতেই ছিলেন কালিয়াগঞ্জ ব্লকের কুনোর এলাকার চাষিরা। কিন্তু পোকার আক্রমণে মাঠের ধান মাঠেই মারা যেতে শুরু করেছে। বিঘের পর বিঘে ধান অচিরেই হলুদ হয়ে যাচ্ছে। কাজে দিচ্ছে না কৃষকবন্ধুদের পরিশ্রম। বাজার থেকে বিভিন্ন ধরণের কীটনাশক নিয়ে এসে স্প্রে করা হচ্ছে। কিন্তু কাজের কাজ হচ্ছে না কিছুতেই। মারা যাচ্ছে একের পর এক ধানগাছ।
একে আবহাওয়ার খামখেয়ালিপনা তার উপর বাদামি শোষক পোকার আক্রমণ। এই জোড়া ফলায় কার্যত পথে বসার উপক্রম হয়েছে ধানচাষিদের। আর কৃষকদের এই বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছে কৃষি দফতর। ধানের জমিগুলি যেমন দফতরের পক্ষ থেকে আধিকারিকরা ঘুরে দেখে গিয়েছেন তেমনি কৃষকদের আর্থিকভাবে কতটা সাহায্য করা যায় সেই বিষয়েও পরামর্শ দিচ্ছেন কৃষকদের।
মাঠে ময়দানে নেমে কৃষকদের সাহায্য করার ব্যপারে কৃষি দফতর যে কোন রকম গাফিলতি দেখাচ্ছে না সেই ছবিটা আরো বেশি পরিষ্কার হল কৃষক তাপস রায়ের বক্তব্যে। একইসঙ্গে সরকারের কাছেও চাইলেন সাহায্য।
ফলন যেমন হয়েছে তেমন রোগপোকার আক্রমণও হতে পারে। তাই বলে কৃষকবন্ধুদের হতাশ হবার এখনি কোন কারণ নেই। কৃষকবন্ধুদের পাশে সবসময় দাঁড়িয়েছে রাজ্য সরকার। রয়েছে কৃষিদফতর। আর তাঁদের তত্ত্বাবধানে থাকলে বিপদ এলেও সেই বিপদ কাটিয়ে উঠতে পারবেন কৃষকরা।
অনুপ জয়সোয়াল
উত্তর দিনাজপুর