Daily

আইআইএম-আমেদাবাদ, আইআইএম-লখনউ এর সাথে পাল্লা দিয়ে দেশে কৃষি-বাণিজ্য স্কুলগুলির মধ্যে তৃতীয় স্থান দখল করলো, জাতীয় কৃষি সম্প্রসারণ ম্যানেজমেন্ট (ম্যানেজ) পরিচালিত বিজনেস স্কুলটি। উল্লেখ্য, কৃষি-বাণিজ্য বিষয়ক স্নাতকোত্তর ও ডিপ্লোমা ডিগ্রি পড়ানো হয় এই প্রতিষ্ঠানটিতে।
গত সোমবার ম্যানেজ কর্তৃক প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়, ২০০টির বেশি শিল্প পেশাদার, শিল্প সংস্থা এবং কৃষিক্ষেত্র ও সহযোগী প্রবাহের এক হাজারেরও বেশি শিক্ষার্থীর পারফরম্যান্স এর ভিত্তিতে এই র্যাঙ্কিং করা হয়েছে। কৃষি-বাণিজ্যের শীর্ষ ও নিম্নস্তরের ব্যবধান বোঝার জন্য এই সার্ভে করা হয় বলে জানা গিয়েছে।
পরিকাঠামো, সুযোগ সুবিধে , শিল্পমুখী পাঠ্যক্রম, শিক্ষাদীক্ষায় নতুনত্ব, ফি কাঠামো, ভর্তি প্রক্রিয়া, বিশ্বব্যাপী এক্সপোজার, শিল্প মিথস্ক্রিয়াসহ, ফ্যাকাল্টি, কর্পোরেট ব্যাকগ্রাউন্ড এবং অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে র্যাঙ্কিং করা হয়েছে এই বাণিজ্য স্কুলগুলির। এগ্রিকাল টুড ম্যাগাজিন পরিচালিত এগ্রি বি স্কুল সমীক্ষা -২০১২ দ্বারা র্যাঙ্কিংটি দেওয়া হয়েছিল। এগ্রিকালচার টুডে ম্যাগাজিনের পক্ষ থেকে এগ্রি-বি স্কুলের পরিচালনায় এই সার্ভে করা হয়।
ব্যুরো রিপোর্ট