Jobs

গতি পেল চাকরির বাজার। চলতি বছর জুলাই মাসে ১৬ মিলিয়ন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে দেশের চাকরির বাজারে। এমন তথ্যই দিল সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি। কিন্তু এটাও ঠিক যে অন্যদিকে মাসমাইনে ভিত্তিক চাকরির সংখ্যা এক ধাক্কায় কমে দাঁড়িয়েছে ৩.২ মিলিয়ন মত। তবে কৃষিক্ষেত্রে চাকরির গ্রাফ থেকেছে ঊর্ধ্বমুখী। জানা গিয়েছে, এই বছর জুলাই মাসে শুধুমাত্র কৃষিক্ষেত্রেই চাকরি বেড়েছে ১১.২ মিলিয়ন মত। অন্যদিকে নির্মাণশিল্পেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে আরও ৫.৪ মিলিয়ন মত।
সিএমআইই-র তথ্য থেকে জানা গিয়েছে, কৃষিক্ষেত্র এবং নির্মাণশিল্প বাদ দিলে অন্যান্য ক্ষেত্রে চাকরির বাজারে নেমেছে ভাটার টান। জুলাই মাসে, মাসমাহিনা ভিত্তিক চাকরির বাজার একধাক্কায় কমে দাঁড়িয়েছে প্রায় ৭৬.৫ মিলিয়ন মত। জুন মাসের বিচারে প্রায় ৩.২ মিলিয়ন কম। আবার অন্যদিকে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত দ্বিতীয় ঢেউ আসার আগে গোটা দেশজুড়ে চাকরির বাজার রীতিমত চাঙ্গা ছিল। সংখ্যাটা দাঁড়িয়েছিল প্রায় ৮০ মিলিয়নের কাছে। সেদিক থেকে দেখতে গেলে চাকরির বাজারে সংকোচন হয়েছে ৩.৬ মিলিয়ন মত। জানা গিয়েছে, চাকরির বাজার আবার আগের জায়গায় ফিরতে পারবে যখন আরও বেশি করে বিনিয়োগের রাস্তা মসৃণ হবে। আর যত বিনিয়োগের পথ পরিষ্কার হয়ে উঠবে ততই স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করবে চাকরির বাজার।
ব্যুরো রিপোর্ট