Trending
বাংলার আকাশে ইউএফও? সন্ধ্যের অন্ধকারে হঠাৎ আলো মাঝ আকাশে? এই আলোর উৎস কী? তবে কি সত্যি আসতে চলেছে বঙ্কুবাবুর বন্ধু? এই প্রশ্নগুলোই বঙ্গবাসীর মনে কৌতূহলের পারদ আরও বাড়িয়ে দিল। সোশ্যাল মিডিয়ায় ভেসে আসতে শুরু করল একের পর এক প্রশ্ন। তাহলে কি সত্যিই বাংলার আকাশে ভিন গ্রহের যান?
আজ্ঞে না। মানুষের কৌতূহলের পারদ ধামাচাপা দিল প্রতিরক্ষা মন্ত্রক। আসলে বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্নি-৫ এর উৎক্ষেপণ করা হয়। সেই উৎক্ষেপণ যে সফল হয়েছে, সেই কথা সর্বসমক্ষে এখনো জানায় নি ডিআরডিও। কিন্তু আনুষ্ঠানিকভাবে না-জানালেও মাঝ আকাশে টর্চ জ্বালার মতন আলো সেই ইঙ্গিতকে জোরালো করে। কিন্তু কি এই অগ্নি-৫?
অগ্নি-৫ এমনই একটি ক্ষেপণাস্ত্র, যা তৈরি করেছে ডিআরডিও একেবারে দেশীয় প্রযুক্তিতে। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৫ এর পাল্লা ৫ হাজার কিলোমিটার পর্যন্ত। এমনকি নিখুঁতভাবে আঘাত হানতে কোনরকম ভুল করে না এই অগ্নি-৫। আসলে এই অগ্নি-৫ নিয়ে অনেকটাই প্রত্যাশা রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের। অগ্নি-৫ তৈরি করে তার উৎক্ষেপণ তড়িঘড়ি করার কারণ- চিন। আমরা সবাই জানি, অরুণাচল প্রদেশ নিয়ে ভারত এবং চিনের ঠাণ্ডা যুদ্ধ বেশ কয়েকদিন ধরেই জারি রয়েছে। সম্প্রতি অরুণাচল প্রদেশের তাওয়াং-এ ভারতীয় সেনারা চৈনিক সেনাদের সঙ্গে একটা সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চিনকে আগেও বহুবার সতর্ক করা হলেও, তারা মুখে হাসি বজায় রেখে সাউথ ব্লকের নির্দেশকে থোরাই কেয়ার করছে। আর যে কারণে, অগ্নি-৫ এর সফল উৎক্ষেপণ খুব গুরুত্বপূর্ণ ছিল বলেই মনে করছেন অনেকে। জানা গিয়েছে, উড়িষ্যার চাঁদিপুর থেকে এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ঘটানো হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। তারপরেই বঙ্গবাসীর মনে ছড়িয়ে পড়ে যত জল্পনা-কল্পনা।
তবে ডিআরডিও এখানেই থেমে থাকার পাত্র নয়। কারণ অগ্নি-৫ এর পর অগ্নি-৬ এর মত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে আসরে নেমে গিয়েছে ডিআরডিও। জানা গিয়েছে, অগ্নি-৬ এর পাল্লা অগ্নি-৫ এর থেকেও অনেকটা বেশি হতে চলেছে। অগ্নি-৬ নিখুঁতভাবে আঘাত হানতে পারে ৮ হাজার থেকে ১০ হাজার কিলোমিটার পর্যন্ত।
বহির্বিশ্বে ইউএফও আছে কিনা, এই প্রশ্ন বিশ্ববাসীর খুব ইন্টারেস্টের জায়গা। সন্ধ্যার আকাশে হঠাৎ আলোর রেখা তাই তড়িঘড়ি ভিন গ্রহের যান নিয়েই যত কৌতূহল তৈরি করে দেয়। কিন্তু দিনের শেষে অগ্নি-৫ সব জল্পনায় জল ঢেলে দেয়। একইসঙ্গে বুঝিয়ে দেয়, যে কোন পরিস্থিতিতে গোটা ভারতবাসীর কাছে অগ্নি-৫ অন্ধকারে আলোর দিশা হয়ে দেখা দেবে আর থ্রেট হতে পারে সেটাই চিনের জন্য।
কাঞ্চন দাস
বিজনেস প্রাইম নিউজ