Trending

কলকাতা পুলিশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হল ‘প্রণাম’। প্রধানত নিঃসন্তান বা যাদের সন্তান বাইরে থাকে বা অবিবাহিত অথবা যারা একা থাকেন এমন প্রবীন নাগরিকদের সাহায্য করতেই ২০০৯ সালে এই প্রকল্প শুরু করে কলকাতা পুলিশ। যারা এই প্রণামের সদস্য তাদের নিয়মিত খোঁজখবর রাখা,উৎসবের দিনগুলোতে তারা যাতে একটু আনন্দ করে থাকতে পারেন সেই ব্যবস্থা করা, এমনকি প্রয়োজনে তাদের ডাক্তার দেখানো ও ওষুধপত্র বা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা সবরকম ভাবে সাহায্যের চেষ্টা করে কলকাতা পুলিশ।
এতদিন পর্যন্ত ৬৫ বছর বয়স হলে তবেই প্রণামের জন্য আবেদন করা যেতো। সম্প্রতি এই বয়সসীমা ৬৫ থেকে ৬০ এ কমিয়ে আনলো কলকাতা পুলিশ। এবার থেকে বয়স ৬০ হলেই প্রণামের সদস্য হওয়ার জন্য আবেদন করা যাবে। লালবাজারের তরফ থেকে সমস্ত থানাকে এই ব্যাপারে কার্যবিধি জানানো হয়েছে। অনলাইন ও অফলাইন দুইভাবেই আবেদন করা যাবে। অফলাইনের ক্ষেত্রে কেউ যদি প্রণামের সদস্য হতে চান তাহলে তাকে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। এরপর সংশ্লিষ্ট থানাসেই আবেদন খতিয়ে দেখে সাত দিনের মধ্যে ডেপুটি কমিশনারের অফিসে রিপোর্ট জমা দেবেন। অনলাইনের ক্ষেত্রেও এই একি নিয়ম। সাত দিনের মধ্যে ডেপুটি কমিশনারের অফিসে রিপোর্ট জমা করতে হবে থানাকে। আবেদন গৃহীত হল নাকি বাতিল হল তা আবেদনকারীকে মেসেজ করে জানিয়ে দিতে হবে।
কলকাতা পুলিশের এই প্রণাম প্রকল্পে সাড়া মিলেছে ব্যাপক। এই মুহূর্তে এই প্রণামের সদস্য সংখ্যা প্রায় ১৮০০০। লালবাজার চাইছে এই সংখ্যা আরও বাড়াতে। আর সেই কারণেই হয়তো এই নতুন নিয়ম। বয়সসীমা কমিয়ে আনায় প্রণামের সদস্য সংখ্যা যে আরও বৃদ্ধি পাবে তা আর বলার অপেক্ষা রাখে না।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ