Market

ফের বাড়তে শুরু করেছে অশোধিত তেলের দাম। কয়েকদিন যাবদ ১০০ ডলারের নীচে দাম থাকলেও ফের নতুন করে দাম বাড়ছে ক্রুড অয়েলের । ক্রুড অয়েল সস্তা হওয়ায় অনুমান করা হচ্ছিল যে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দামও কমতে পারে ।
এদিকে বুধবার সরকারি সংস্থা গুলি পেট্রোল ও ডিজেলের নয়া দাম ধার্য করে। এদিনও তেলের দামে কোনও বদল করা হয়নি । গত ৬ এপ্রিলের পর দেশের চারটি মহানগরে তেলের দামে পরিবর্তন ঘটেনি। তবে কেন্দ্রের তরফে আবগারি শুল্ক কমানোর পর মে মাসে পেট্রোলের দাম ৯ টাকা ও ডিজেল ৭ টাকা সস্তা হয়ে গিয়েছে ।
চার মেট্রোপলিটন সিটির জ্বালানী মূল্য , দিল্লিতে পেট্রোল ৯৬.৭২ টাকা ও ডিজেল ৮৯.৬২ টাকা
মুম্বইতে পেট্রোল ১০৬.৩১ টাকট ও ডিজেল ৯৪.২৭ টাকা, চেন্নাইতে পেট্রোল ১০২.৬৩ টাকা ও ডিজেল ৯৪.২৪ টাকা, কলকাতাতে পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ