Prime
Daily
ফের চিনা লালফৌজের নজরে উত্তরাখণ্ডের বারোহতি
By sanchitabpn21 | July 24, 2021
Daily
ফের চিনা লালফৌজের নজরে উত্তরাখণ্ডের বারোহতি। এই এলাকাকে বেজিং এর এলাকা বলে দাবি করে চিন। গত কয়েক দিন ধরেই দেবভূমের বারাহোতি সীমান্তে বেড়েছে চিনা সেনার তত্পরতা। পাশাপাশি সজাগ ভারতীয় সেনাবাহিনী, নজরে রয়েছে গোটা পরিস্থিতি।
এর আগেও একাধিক বার চিনা আগ্রাসনের শিকার হয়েছে বারোহতি এলাকা। তবে গত ছয়-মাস ধরে চুপ চাপ ছিল লালফৌজ। গত কয়েকদিন ধরে বেড়েছে টহলদারী। লাইন অফ কন্ট্রোলের কাছে টহল দিচ্ছে চিনা সেনাবাহিনীর প্রায় ৪০টি দল। আর এতেই বড়োসড়ো কোনো ছক কোষার সন্দেহ দানা বাঁধছে ভারতীয় সেনাদের মধ্যে।
পাশাপাশি, উত্তরাখণ্ডের কাছে বায়ুসেনা ঘাঁটিতে চিনা সেনার তত্পরতা চোখে পড়েছে। ঘনঘন ওঠানামা করছে বাহিনীর হেলিকপ্টার। উড়ছে ড্রোনও, বাড়ছে উদ্বেগ। যদিও এ বিষয়ে, আগে থেকেই সতর্ক করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
ব্যুরো রিপোর্ট