Bangladesh

২০০৫ থেকে এই আজ অবধি, বাংলাদেশে ভারতের ভিসা পরিচালক কেন্দ্রগুলোর প্রতিনিধিত্ব করে আসছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবারেও তারভ অন্যথা হল না। আরও একবার আইভিএসই-এর এজেন্ট হিসেবে দায়িত্ব পেল এসবিআই। আগামী দুবছর এই দায়িত্ব পালন করবে এসবিআই।
বাংলাদেশের রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে আইভিএসি সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর সেখানেই চুক্তি সই করে এই দুই পক্ষ। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
ভারতের হাইকমিশনের তরফে এই চুক্তিতে সই করেন ডেপুটি হাইকমিশনার বিনয় জর্জ এবং বাংলাদেশ অপারেশনের কান্ট্রি হেড অমিত কুমার সই করেন এসবিআই-এর তরফে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ