Daily
ফের অ্যাস্টেরয়েড হানা। পৃথিবীর দিকে ধেয়ে আসছে দৈত্যাকার গ্রহাণু। মঙ্গলবার অর্থাৎ ১৮ জানুয়ারি পৃথিবীর কাছ ঘেঁষে বেরিয়ে যাবে এটি। ৪৩ হাজার মাইল গতি সম্পন্ন এই গ্রহাণুটি আকারে এবং আয়তনে দুবাইয়ের বুর্জ খলিফার থেকেও বড়। গ্রহাণুর নাম 7482। এমনই খবর দিল মার্কিন স্পেস সংস্থা নাসা।
জানা গিয়েছে, এই সুবিশাল গ্রহাণু পৃথিবী থেকে ১.৯৩ মিলিয়ন মাইল দূর দিয়ে ধাবিত হবে। কিন্তু তা সত্ত্বেও দৈর্ঘ্যে ১ কিলোমিটার এবং চওড়ায় ১০৫২ মিটার এই গ্রহাণুটি মহাকাশ বিজ্ঞানীদের বিশেষভাবে উদ্বেগে রেখেছে। তবে, এবারের মতো পৃথিবী বিপদমুক্ত হলেও, এই আকারে এবং বৃহদায়তনের গ্রহাণু, পৃথিবীর ব্যাপক ক্ষতি করতে পারে। তাই বারবার ধেয়ে আসা গ্রহানুগুলো মহাকাশবিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট করেছে।
তবে শুধুমাত্র এই একটি গ্রহাণুই নয়, একইদিনে পৃথিবীর পাশ দিয়ে ধাবিত হবে আরও তিনটি গ্রহাণু। অর্থাত্ মোট চারটি গ্রহাণু পৃথিবীর পাশ কাটিয়ে বেরিয়ে যাবে। তবে বাকি তিনটি গ্রহাণু আকারে ছোট। এবং এগুলো পৃথিবীর কোনো ক্ষতি করবে না।
ব্যুরো রিপোর্ট