Daily

আবহাওয়া ঘড়ি বলছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
স্যাটেলাইট চিত্র বলছে, ২৯ নভেম্বরই সাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। যা ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়বে উপকূলে। ঘূর্ণিঝড়ের মুখে পড়তে পারে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূল। পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে, এটি আরও শক্তি সঞ্চয় করে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। ফলে, ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা মনে করছেন, ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে বাতাসের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। যদিও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস হিসেবে কিছুই স্পষ্ট করেনি হাওয়া অফিস।
ব্যুরো রিপোর্ট