Daily
ইয়াসের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে প্রবল নিম্নচাপ। ভাসতে চলেছে গোটা দক্ষিণবঙ্গ প্রবল বর্ষণে। এমনটাই পূর্বাভাস দিয়েছে দিল্লির মৌসম ভবন।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের কারণে আগামী বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত টানা চার দিনের প্রবল বর্ষণে আবারও বিপর্যস্ত হতে পারে বাংলার জনজীবন। আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাশাসকদের কাছে নবান্নের তরফ থেকে পাঠানো হয়েছে সতর্কবার্তা। তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মীদের।
নবান্নের তরফ থেকে জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, সমুদ্রে যেহেতু বড় বড় ঢেউ থাকবে তাই ফিরিয়ে আনতে হবে অবিলম্বে মৎস্যজীবীদের। সেইসঙ্গে উপকূলবর্তী অঞ্চলের কাঁচা বাড়ির বাসিন্দাদের নিরাপদ জায়গায় স্থানান্তরিত করতে হবে।
টানা চার দিনের প্রবল বর্ষণে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলির জনজীবন বিপর্যস্ত হতে পারে। তাই নবান্নে আবারও খোলা হবে একটি বিশেষ কন্ট্রোল রুম।
ইয়াসের রেশ কাটতে না কাটতেই যেভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাতে মানুষ প্রাণ হারাচ্ছেন তার উপর বিষফোঁড়ার মতো এই নিম্নচাপ যথেষ্ট উদ্বেগ তৈরি করেছে প্রশাসনিক মহলে।
ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।