Prime
Daily
ইয়াসের পর গুলাব, নামকরণে পাকিস্তান
By Business Prime News | May 26, 2021
Daily
কবে তার জন্ম হবে জানা নেই। তবে নামকরণে দেরি হল না। ইয়াসের পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম ঠিক হয়ে গেল। জানা গিয়েছে, ইয়াসের পরে যে ঘূর্ণিঝড় ধেয়ে আসবে তার নাম হবে গুলাব। পরবর্তী এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে পাকিস্তান। উর্দু ভাষায় গুলাবের অর্থ হল গোলাপ।
নিয়ম অনুসারে, একটি ঘূর্ণিঝড় শেষ হয়ে গেলেই পরবর্তী ঘূর্ণিঝড়ের নামকরণ ঠিক হয়ে যায়। সেইমতই ইয়াসের পরবর্তী ঘূর্ণিঝড় যা কিনা আরব সাগর, বঙ্গোপসাগর বা ভারত মহাসাগরে জন্ম নেবে তারপর শক্তি বৃদ্ধি করে এগিয়ে আসবে স্থলভাগের দিকে তার নাম স্থির করা হল গুলাব নামেই। তবে কবে তার জন্ম হবে, কেমনই বা হবে সেই ঝড়ের প্রকৃতি, অভিমুখ- সেই বিষয়ে পূর্বাভাস দেওয়া এখনই সম্ভব নয়।
ব্যুরো রিপোর্ট