Daily

একদিকে গোটা বিশ্ব ভুগছে করোনা ত্রাসে। টিকাকরণ হয়ে যাবার পরেও মাস্কের ব্যবহার এখনও আবশ্যিক বলে মনে করছে প্রশাসন। সেখানে একেবারে উল্টো পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট। জানালেন, দুটো ডোজ নেওয়া হয়ে গেলে প্রয়োজন নেই মাস্কের।
সম্প্রতি টুইট করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল প্রিভেনশনের তরফ থেকে জানানো হয়েছে, যে সকল ব্যক্তিদের টিকাকরণ হয়ে গেছে তাঁদের আর মাস্ক পরার প্রয়োজন নেই। আমেরিকার জন্য এটা একটা বড় মাইলস্টোন বলেও দাবি করেছেন তিনি।
যদিও এই টুইট নিয়ে নেটিজেনরা ভিন্ন মত দাবি করেছেন। তাঁদের মতে, টিকাকরণ সম্পূর্ণ হলেও মাস্কের ব্যবহার লঘু করা উচিৎ নয়। কারণ অনেকেই সম্পূর্ণ ডোজ নেবার পরেও আক্রান্ত হচ্ছেন।
ব্যুরো রিপোর্ট