Prime
Daily
টোকেনের পর এবার বন্ধ হতে চলেছে স্মার্ট কার্ড, মেট্রোয় শুরু হচ্ছে বিশেষ কোড
By sanchitabpn21 | July 31, 2021
Daily
করোনা পরিস্থিতিতে বন্ধ আছে টোকেন। চালু আছে স্মার্ট কার্ড। এবার আসতে চলেছে ’কিউআর’ কোড। যা স্ক্যান করে মিলবে মেট্রোর প্ল্যাটফর্মে ঢোকার ছাড়পত্র। এবিষয়ে কাজও শুরু হয়েছে। পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনে ইতিমধ্যেই নতুন এই ব্যবস্থার জন্য প্রস্তুতিও শেষ।
কীভাবে কাজ করবে এই কোড? জানা গেছে, এর জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি হবে। যা স্মার্ট বা অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যাবে। যাত্রীকে সেই অ্যাপে উল্লেখ করতে হবে তাঁর গন্তব্য এবং কোন স্টেশন থেকে তিনি ট্রেনে চড়বেন সেই বিষয়টি। যাত্রার ভাড়া ফুটে উঠবে মোবাইল ফোনে। সেই ভাড়া মেটাতে হবে অনলাইনে। ভাড়া মেটানোর মেসেজও পাবেন তিনি।
ব্যুরো রিপোর্ট