Trending

পাবজির পর ব্যাটেলগ্রাউন্ডস। ভারতের বাজারে এই গেমটি বন্ধের দাবি ক্রমশ জোরালো হয়ে উঠছে। কারণ ব্যাটেলগ্রাউন্ডস গেমটির নির্মাতা সংস্থা ক্র্যাফটন জানিয়েছিল, এই গেমটি সম্পূর্ণভাবে ভারতীয়দের জন্য তৈরি। যে কারণে এই গেমের সমস্ত ডেটা জমা হবে ভারতের সার্ভারেই। এর সঙ্গে বিদেশের কোন সম্পর্ক থাকবে না। কিন্তু একেবারে অন্য ছবি ধরা পড়ল আইজিএন ইন্ডিয়ার রিপোর্টে। যেখানে দাবি করা হয়েছে, এই গেমের সমস্ত তথ্যই চিনের একটি সার্ভারে গিয়ে জমা হচ্ছে। ফলে আবারও প্রকাশ্যে এসে যাচ্ছে সেই তথ্য চুরির মত অভিযোগ।
উল্লেখ্য, ভারত-চিন সীমান্ত অশান্ত হবার পরেই পাবজি গেমটি ব্যান করে দেয় ভারত। চিন মালিকানাধীন সংস্থা টেনসেন্ট ছিল এই পাবজির নির্মাতা সংস্থা। এরপরেই ক্র্যাফটন নিয়ে আসে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। অ্যান্ড্রয়েড গ্রাহকরা বিটা টেস্টিংয়ের জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করে গেমটি। জানা গিয়েছে, প্রায় ৫০ লক্ষ ইউজার ইতিমধ্যেই ডাউনলোড করেছে এই গেমটি। যদিও এখনও ভারতে এই গেমের অফিশিয়াল লঞ্চ হয়নি। কিন্তু তারপরেই উঠে এল চোখ কপালে তোলার মত তথ্য।
আইজিএন ইন্ডিয়ার রিপোর্টে জানা গিয়েছে, হংকংয়ের টেনসেন্ট সার্ভারে পৌঁছে যাচ্ছে গ্রাহকদের সমস্ত ডেটা। এমনকি যারা গেমটি খেলছেন তাঁদের তথ্যও পৌঁছে যাচ্ছে মুম্বই এবং মস্কোর অ্যাজিওর সার্ভারে। তারপরেই রীতিমত চমকে গেছেন গেমপ্রেমী মানুষ। উল্লেখ্য, বর্তমানে এটা শুধুই অভিযোগের ভিত্তিতে রয়েছে। কারণ এই দাবি করার মত কোন প্রমাণ এখনও কেউ পাননি। তবে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার ভাগ্যও যে খুব একটা সুখকর হবে না তা বোঝাই যাচ্ছে। এখন দেখার সরকার এই বিষয়ে কী পদক্ষেপ নেয়।
ব্যুরো রিপোর্ট