Daily

মুকুল রায়ের হাত ধরেই বদলেছিলেন দল। আবার সেই মুকুল রায়ের হাত ধরেই প্রত্যাবর্তনের কথা ভাবছেন সব্যসাচী দত্ত। বিজেপির ভরাডুবির পর তৃণমূলে আবার ফিরে আসা নিয়ে যাকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা। কারণ বিধানসভা নির্বাচনে বিজেপির বিজয় রথের চাকা আটকে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে। তারপর থেকেই সব্যসাচী দত্ত একেবারে বেসুরো। প্রকাশ্যে দলের নীতি নিয়ে প্রশ্নও তুলেছিলেন তিনি। আবার হেস্টিংসে দলের বৈঠকে বলতে শোনা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াকু মনোভাবের কথা। এমনকি এও বলেছেন যে কেন্দ্রীয় নেতারা যে ভাষায় কথাবার্তা বলেছেন তা নাকি বঙ্গবাসী বুঝতেই পারেনি।
সব্যসাচী দত্ত তৃণমূলের একজন প্রাক্তন সৈনিক হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু নির্বাচনের আগে দলবদলের যে হিড়িক পড়েছিল সেই স্রোতে ভেসেছিলেন সব্যসাচী নিজেও। কিন্তু ঘনঘন প্রচারের পরেও বিজেপি যে এভাবে হোঁচট খাবে তা কেউ বুঝতেও পারেননি। আর সেই কারণে আবারও রাজ্য রাজনীতিতে হোম কামিংয়ের ঢল।
প্রসঙ্গত উল্লেখ্য, সব্যসাচী দত্তর নামে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলেছে বিজেপি। যদিও এখনও সব্যসাচী দত্তের কাছে জানতে চাওয়া হয়নি, কেন বিজেপির নীতি নিয়ে তাঁর মনে প্রশ্ন তৈরি হয়েছে। তবে সব্যসাচী দত্ত অকপটে জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসেবে বিজেপি কোন মুখ তুলে ধরতে পারেনি। তার জন্যই এত প্রচার সত্ত্বেও হার স্বীকার করতে হয়েছে।
একদিকে যখন মুকুল রায় ফিরে এলেন তাঁর পুরনো ঘরে, তখন অনেক দলবদলুই নিজেদের তৈরি করছেন আবার ফিরে আসার জন্য। তাঁদের মধ্যে একজন অবশ্যই সব্যসাচী দত্ত। যিনি মুকুল রায়ের হাত ধরে কামব্যাক করবেন তৃণমূলে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
ব্যুরো রিপোর্ট