Prime
Daily
বুক সমান জলে ডুবে কপিল মুনির আশ্রম, ল্যান্ডফলের আফটার এফেক্টে তছনছ মেলার মাঠ গ্রাউন্ড জিরোতে শিউরে ওঠার মতো ছবি
By Business Prime News | May 26, 2021
ইয়াস ল্যান্ডফল করল ওড়িশায়। আর তারই প্রভাবে তছনছ হয়ে গেল গঙ্গাসাগর। সাগরের জল উঠে এসেছে একেবারে কপিল মুনির আশ্রম পর্যন্ত। ভেঙে গুঁড়িয়ে দিয়েছে মেলার মাঠের একাধিক কংক্রিটের কাঠামোকে। গঙ্গাসাগরের সী বিচ থেকে কপিল মুনির আশ্রম পর্যন্ত । ল্যান্ড ফলের আফটার এফেক্ট গ্রাউন্ড জিরোর এক্সক্লুসিভ ধ্বংসাত্মক ছবি দেখুন বিজনেস প্রাইম নিউজের ক্যামেরায়।
গঙ্গাসাগর থেকে নবাব মল্লিকের রিপোর্ট,
বিজনেস প্রাইম নিউজ