Daily

আবারও ছন্দে ফিরছে টলিপাড়া। কর্নার জেরে বেশ কিছুদিন বন্ধ ছিল টালিগঞ্জের স্টুডিও। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে শুটিং শুরু হলেও আবারো নতুন জটিলতার মধ্যে পড়ে শুটিং ফ্লোর। রাজ্য সরকারের তরফ থেকে শুটিংয়ের জন্য যে নির্দেশ দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল ইউনিটের সর্বোচ্চ ৫০ জনকে নিয়েই করা যাবে শুটিং এছাড়া ইউনিট এর প্রত্যেকটি সদস্যকে ভ্যাকসিন দেওয়া আবশ্যক। একই সঙ্গে ফ্লোর স্যানিটাইজাইড করার কথাও জানানো হয় নির্দেশিকায়।
কিন্তু সম্প্রতি একটি অভিযোগ ওঠে যে কুড়িটি ধারাবাহিকের শুটিং চলছে এই নির্দেশিকার একটিও না মেনে। অভিযোগ তোলে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান এন্ড ওয়ার্কার্স অফ ইন্ডিয়া। বলা হয় কবিদের সমস্ত রকম বিধি লংঘন করে শুটিং চলছে কখনো গুদামে কখনও আবার হোটেলে একেবারে গোপনে। যদিও এই অভিযোগ অস্বীকার করে ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ টেলিভিশন প্রডিউসার অফ ওয়েস্ট বেঙ্গল। আর এই বিবাদের জেরে আবারো থমকে যায় শুটিং। অবশেষে পরিত্রাতা হিসেবে এগিয়ে আসেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন শুটিং ফ্লোরে এই অচলাবস্থা কাটিয়ে শুক্রবার থেকেই শুরু করে দিতে হবে শুটিং। এই বার্তা পেয়ে কৃতজ্ঞতা জানায় আর্টিস্ট ফোরাম। একইসঙ্গে সাধুবাদ জানায় টলিপাড়া। গত বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গেছে একাধিক শোয়ের শুটিং। শুরু হয়েছে ডান্স বাংলা ডান্সের শুটিং টালিগঞ্জে।
ব্যুরো রিপোর্ট