Daily

করোনা আবহে কালো ছত্রাক আগেই এসেছে উদ্বেগ বাড়িয়ে। কালো ছত্রাকের পাশাপাশি সাদা ছত্রাকের সংক্রমণ আতঙ্কের গ্রাফ আরও বাড়িয়ে দিয়েছিল। কালো, সাদার পর এবার হলুদ! একেবারে নতুন এই হলুদ ছত্রাক যেন গোদের ওপর বিষফোঁড়া। বিশেষজ্ঞরা বলছেন, হলুদ ছত্রাকের সংক্রমণ নাকি কালো এবং সাদার চেয়েও মারাত্মক। আপাতত গাজিয়াবাদের একজনের শরীরে এই হলুদ ছত্রাকের সংক্রমণ পাওয়া গিয়েছে।
ঠিক কতখানি বিপজ্জনক শরীরে ইয়েলো ফাঙ্গাসের উপস্থিতি? চিকিৎসকেরা বলছেন সময় মত না জানতে পারলে সাদা বা কালো ছত্রাকের চেয়েও অনেক বেশি মারাত্মক হয়ে উঠতে পারে ইয়েলো ফাঙ্গাস।
এই ছত্রাকের আক্রমণ হলে ক্লান্তি অনুভূত হয়। কমতে থাকে ওজন। খিদে ক্রমশ কমতে থাকে। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যেতে পারে। এমনকি পচন ধরতে পারে শরীরের কোন অংশে।
চিকিৎসকেরা বলছেন, অপরিষ্কার এবং অপরিচ্ছন্নতার কারণেই মূলত এই ছত্রাক বাসা বাঁধে শরীরে। বাসি খাবারও এর অন্যতম কারণ। তাই, উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে অনুরোধ করছেন বিশেষজ্ঞরা।
ব্যুরো রিপোর্ট