Trending

সফল হয়েছে পরীক্ষা,এয়ার কারের পর বাজারে আসছে এয়ার বাইক। স্পিডার নামে পরিচিত এই বাইকটি বাতাসে উড়তে পারে প্রায় ১৫ হাজার ফুট পর্যন্ত। আর এক এয়ারপোর্ট থেকে অন্য এয়ারপোর্টে যেতে সময় নেয় মাত্র ৩৫ মিনিট।
এখনো পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী, জেটপ্যাক এভিয়েশনের এই স্পিডার বাইকটির দুটি ভারিয়েন্ট আসতে চলেছে বাজারে। একটি ব্যবহার হবে সাধারণ কাজে এবং অন্যটি ব্যবহার করা হবে ত্রাণ ও অন্যান্য সামরিক কাজে। এই বাইকটি চালানোর জন্য দরকার অত্যন্ত দক্ষ চালকের।
২৪১ কিমি প্রতি ঘন্টা স্পিডে চলতে পারে এই উড়ন্ত বাইকটি। বাতাসে ভেসে থাকতে পারে প্রায় ৩০ মিনিট সময় পর্যন্ত। বর্তমানে বাইকটি ডিজেল বা কেরোসিন এর মাধ্যমে চালানো হলেও, পরিবেশ দূষণের কথা মাথায় রেখে বিকল্প কোনো ব্যবস্থা নেয়ার কথা ভাবছে কোম্পানি। বাইকটির বাজারমূল্য রাখা হয়েছে ৩ লক্ষ ৮০ হাজার ডলার অর্থাৎ, প্রায় ২ কোটি ৮৩ লক্ষ টাকা।
ব্যুরো রিপোর্ট