Prime
Daily
দাপট কমালো করোনা, দীর্ঘ ১৮৭ দিন পর রাজ্যে সংক্রমণ ৫০০-র কোঠায়
By BPN Desk | September 28, 2021
Daily
দাপট কমালো করোনা, দীর্ঘ ১৮৭ দিন পর রাজ্যে সংক্রমণ ৫০০-র কোঠায়। পুজো মরশুমে যা আদপেই স্বস্তির খবর। রাজ্যবাসীকে স্বস্তির খবর দিলো স্বাস্থ্য দপ্তর।
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭২ জন, বলছে স্বাস্থ্য দপ্তরের বুলেটিন। অন্যদিকে ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৫৫৬জন। বহুদিন পর সংক্রমণের হার বেশ খানিকটা কমলো রাজ্যে। রাজ্যে সুস্থতার হার রয়েছে ৯৮.৩২ শতাংশ।
রাজ্যের অন্যান্য জেলাগুলির তুলনায় কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণের হার বেশি থাকলেও নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণ। এমনকি পুজোর তিন সপ্তাহ আগে যে রকম সংক্রমণের আশঙ্কা ছিল সেটাও এখনও সেটা হয়নি।
ব্যুরো রিপোর্ট