Jobs

প্রথমার্ধে ৪৩ হাজারের পর সেকেন্ড ইনিংসে আরও ৩৫ হাজার নিয়োগের পথে টিসিএস। চলতি অর্থবছরের প্রথমার্ধে রেকর্ড পরিমাণ কর্মী নিয়োগের এই দুর্দান্ত পারফরমেন্সের পর, এবারও আবারও বিপুল ফ্রেশার্স নিয়োগ করতে চাইছে টিসিএস। বর্তমানে সব মিলিয়ে টিসিএসের কর্মীরা সংখ্যা গিয়ে দাড়িয়েছে প্রায় সাড়ে ৫ লক্ষে।
চাহিদার উপর নির্ভর করে আরও বিপুল সংখ্যক ফ্রেশার নিয়োগ করবে সংস্থা বলে জানিয়েছেন সংস্থার মানবসম্পদ আধিকারিক। মহামারীর মধ্যে বিপুল সংখ্যক কর্মী ছেড়ে গিয়েছে সংস্থা। আর ঘরবন্দী জীবনে চাহিদা বাড়ায় কর্মী নিয়োগের পথেই হাঁটে এই আইটি জায়েন্ট। আর সে কারণেই এতটা গতি বাড়ে টিসিএসের নিয়োগে।
একবছরে ৭৮ লক্ষ ফ্রেশার গ্র্যাজুয়েট নিয়োগের লক্ষ্যমাত্রা রেখেছিল সংস্থা। যা তারা ইতিমধ্যেই পূরণ করেছে। উল্লেখ্য, করোনা সংক্রমন স্থিতিশীল হওয়ায় কর্মীদের অফিসমুখী করতে চাইছে তারা। এছাড়াও, কোম্পানির তরফে জানানো নিট মুনাফা বেড়েছে তাদের। বেড়েছে রাজস্ব আয়ও।
ব্যুরো রিপোর্ট