Trending
![business Prime News](https://businessprimenews.com/wp-content/uploads/2023/08/bengal-safari.jpg)
পুজোর আগে পর্যটক টানতে ঢেলে সাজানো হচ্ছে শিলিগুড়ির বেঙ্গল সাফারিকে। আসতে চলেছে নতুন অতিথি। আসছে আফ্রিকান সিংহ,আসছে গিবন।
২০১৬ সালে শিলিগুড়ির বৈকুন্ঠপুর বনাঞ্চলের একটি অংশ নিয়ে এই বেঙ্গল সাফারি তৈরি হয়েছিল। এখানে খোলা আকাশের নীচে পাঁচিল ঘেরা জঙ্গলে ঘুরে বেড়ায় রয়্যাল বেঙ্গল টাইগার, ব্ল্যাক বেয়ার, চিতাবাঘ, গণ্ডার, প্রচুর হরিণ,ময়ূর, কুমির, বিভিন্ন প্রজাতির পাখি এবং আরও কত কি। সব মিলিয়ে এক জমজমাট প্রমোদক্ষেত্র। কিন্তু এতে বোধহয় মন ভরছে না দর্শকদের। আর তাই নতুন সংযোজন আফ্রিকান সিংহ ও গিবন। এই আফ্রিকান সিংহ আফ্রিকা থেকে নয়, আনা হচ্ছে আলিপুর এবং ত্রিপুরা চিড়িয়াখানা থেকে। মোট দু জোড়া সিংহ আসছে। এই সিংহের জন্য পার্ক তৈরির কাজ প্রায় শেষের দিকে। গিবনের জন্যও হচ্ছে আলাদা ব্যবস্থা। বেঙ্গল সাফারিকে আরও আকর্ষণীয় করতে আরও বন্যপ্রাণী আনা হবে।
সারা রাজ্যে তো বটেই, এমনকি সারা দেশেও হয়ত এমন বৈচিত্র্যপূর্ণ চিড়িয়াখানার তুলনা পাওয়া যাবে না। প্রতি বছর বেড়েই চলেছে পর্যটক সংখ্যা। ফলে আয়ের অঙ্কও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ২০২০ সালে বেঙ্গল সাফারির আয় এবং ব্যয় ছিল ৩ কোটি টাকা। ২০২৩ সালে আয়ে বেড়ে হয়েছে সাড়ে ৬ কোটি ও ব্যয় সাত কোটি। কিন্তু বন দপ্তরের লক্ষ হল বছরে ১০ কোটি আয়। এই স্বপ্ন পূরণ হতে আর বেশি দেরি নেই বলেই মনে করছেন বন দপ্তরের কর্তারা। তাদের ধারণা পূজোর আগেই যদি সিংহ, গিবনের মত নতুন নতুন প্রাণী আনা যায় তাহলে এক বছরে তাদের আয় ১০ কোটিরও বেশি হতে পারে।
নতুন প্রাণী আনার ব্যাপারে রাজ্য বন দপ্তর কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের অনুমতি চেয়েছে। সেই অনুমতি পেয়ে গেলেই বেঙ্গল সাফারিকে সাজানোর কাজ পুরো দমে শুরু হয়ে যাবে। এখন শুধু এই অনুমতির অপেক্ষা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ