Daily

অর্থসংকট মেটাতে শেষ সম্বলটুকুও বিক্রি করছে আফগানরা। হাতে কানা-কড়িও নেই। আর্থিক দিক তো বটেই। অন্ন-বস্ত্র-বাসস্থানের দিক থেকেও কার্যত অসহায় আফগানরা। দুবেলা মুখে দুটো খাবার তোলার জন্য ঘরের হাঁড়ি, কড়াই, কার্পেট, বাসন কিছুই বাদ যাচ্ছে না, বিক্রি করে দিচ্ছেন সব। রীতিমত পথে বসেছে আফগানরা।
গত ১৫ই আগস্ট আফগানিস্তান, তালিবানের দখলে যাওয়া মাত্রই বন্ধ হয়ে যায় আমেরিকা থেকে পাঠানো যাবতীয় ভর্তুকি। বন্ধ হয়ে যায় আমেরিকার মিত্র দেশগুলো তরফে আসা অনুদানও। কাবুলের চমন ই হোজোরি এলাকা লাগোয়া বাজারে বিক্রি হচ্ছে আফগানদের হাঁড়ি, পাতিল, কুশন, কার্পেট, ফ্যান থেকে যাবতীয় সব কিছু। তাও একেবারে স্বল্প দামে। চরম অর্থসংকটে পরে দেয়ালে পিঠ থেকেছে লাখ লাখ আফগানের।
জাতিসংঘের রিপোর্ট বলছে, আগামী কয়েক মাসের মধ্যেই আফগানদের ৯৭% চলে যাবে দারিদ্রসীমার নিচে। আন্তর্জাতিক জাতি সম্প্রদায় থেকে বন্ধ অর্থের জোগান। আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে প্রায় এক হাজার কোটি ডলার আটকে দেয় আমেরিকা। অন্যদিকে, দেশটিতে জরুরি সহায়তা তহবিলের ৪৪ কোটি ডলারও আটকে দিয়েছে আইএমএফ। এখন জাতিসংঘের আফগান দূত জানিয়েছে, অবিলম্বে দেশটিতে অর্থ প্রবাহ চালু না করলে, শীঘ্রই বড়োসড়ো বিপর্যয়ের মুখে পড়তে পারে দেশটি।
ব্যুরো রিপোর্ট