Market

আফগানিস্তান দখল নেওয়ার পর থেকে একের পর এক বন্ধুত্বের হাত সরিয়ে নিচ্ছে অন্যান্য দেশগুলি। যার দরুন কার্যত অন্ধকারে পড়তে চলেছে কাবুলিওয়ালার দেশ। মনে করা হচ্ছে, এইভাবে চলতে থাকলে আর কয়েকদিনের মধ্যেই গোটা আফগানিস্তান ডুবে যেতে পারে গাঢ় অন্ধকারে। তার অন্যতম প্রধান কারণ, বন্ধ করে দেওয়া হচ্ছে আফগানিস্তানের বিদ্যুৎ সরবরাহ। এই মুহূর্তে আফগানিস্তানের বিদ্যুতের বিল বকেয়া রয়েছে ৬২ মিলিয়ন মার্কিন ডলার।
তালিবানি শাসন শুরু হবার পর থেকেই পাশ থেকে সরে দাঁড়াচ্ছে আমেরিকার মত অন্যান্য দেশগুলি। আর্থিক সংকট ক্রমশ বাড়তে শুরু করায় দেশে বিস্তর সমস্যার মধ্যে ডুবতে বসেছে দেশটি। একদিকে নগদের চূড়ান্ত অভাব, তার উপর বিদ্যুৎ বিল। আর এই উভয় সংকটে পড়ে এখন রীতিমত বিধ্বস্ত হয়ে পড়ছে তালিবান প্রশাসন। বিদ্যুতের বিল হিসেবে প্রাক্তন আফগানিস্তান সরকার প্রতিমাসে ইরান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তানকে ২০-২৫ মিলিয়ন মার্কিন ডলার দিত। কিন্তু বর্তমানে তালিবানি রাজত্ব শুরুর পর থেকেই আফগানিস্তানের সঙ্গে কোনরকম সমঝোতার দিকে হাঁটতে চাইছে না অন্যান্য দেশ।
একের পর এক প্রতিবেশী দেশের থেকে ধাক্কা খাওয়ার কারণে কার্যত দিশেহারা তালিবান প্রশাসন। তাই অন্যান্য দেশ যাতে আফগানিস্তানের থেকে বন্ধুত্বের হাত সরিয়ে না নেয়, তার জন্য যেমন অনুরোধ জানিয়েছে একইভাবে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়েছে তারা।
ব্যুরো রিপোর্ট