Daily

ষষ্ঠ দফা নির্বাচনের আগেই প্রচারের শেষ লগ্নে, পূর্ব বর্ধমান জেলার ভাতারে সবুজ আবীর খেলায় মেতে উঠলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সোমবার বিকালে এখানেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা অনুষ্ঠিত হবে । সভা শুরুর আগে সকাল থেকেই আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ভাতার তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে উপস্থিত হন । উৎসবের মেজাজে তৃণমূল প্রার্থী মানগোবিন্দ অধিকারী কে সঙ্গে নিয়ে সবুজ আবির খেলায় মেতে উঠলেন কর্মী সমর্থকরা। ১০১ জন ঢাকি ঢাক বাজিয়ে ভাতার দলীয় কার্যালয় থেকে যাত্রা শুরু করে গোটা ভাতার বাজার পরিক্রমা করে। তৃণমূল প্রার্থী মানগোবিন্দ অধিকারী জানান, “আগামীকাল থেকে ভাতারের বিভিন্ন প্রান্তে আগাম বিজয় উৎসব মেতে উঠবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। খেলার মাঠে কেউ নেই। আমরা জিতেই গেছি, তাই ভাতারের মানুষজন স্বতঃস্ফূর্ত ভাবে বিজয় উৎসবে মেতে উঠেছেন” ।
পাপাই সরকার, পূর্ব বর্ধমান