Prime
Daily
নতুন প্যাক হাউস তৈরির জায়গা পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তারা
By Business Prime News | June 26, 2021
Daily
সম্প্রতি মালদায় অত্যাধুনিক প্যাক হাউস তৈরির পরিকল্পনা নিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয় ।
প্রশাসনিক কর্তা, উদ্যানপালন দফতর, এক্সপোর্টার্সদের সঙ্গে এই বৈঠক করলেন মালদার জেলাশাসক। বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লি থেকে আসা একটি প্রতিনিধি দলও। বৈঠক শেষে প্রশাসনিক কর্তারা মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার এবং বাজার এলাকায় প্যাক হাউস তৈরির জায়গা পরিদর্শন করেন।
প্রশাসন সূত্রে খবর , মালদায় বর্তমানে যে প্যাক হাউস রয়েছে তা খরচ সাপেক্ষ । তা ছাড়াও যে জায়গায় প্যাক হাউস রয়েছে, সেখানে যাতায়াতের রাস্তা একেবারেই ভাল নয়। জেলার মূল বাজার থেকে অনেকটাই দূরে রয়েছে প্যাক হাউস, ফলে সমস্যা দেখা দিচ্ছে। সেই কারণেই নিয়ন্ত্রিত বাজার চত্বরে প্যাক হাউস তৈরির এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে ব্যবসায়ীদের যেমন অনেকটা সুবিধে হবে বলে মনে করছেন তারা ।
ব্যুরো রিপোর্ট