Trending
এবার জুয়েলারি মার্কেটে চলবে জোড়দার টক্কর। তানিশক, রিলায়েন্সের সঙ্গে পাঙ্গা নিতে জুয়েলারি ব্যবসায় আসতে চলেছে আদিত্য বিড়লা গ্রুপ। চলতি বছরের মাঝামাঝি সময়ে নিজস্ব জুয়েলারি ব্র্যান্ড লঞ্চ করতে চলেছে সংস্থাটি। বিনিয়োগ করেছে ৫ হাজার কোটি টাকা। রঙের পর জুয়েলারি বিজনেসে আসার এই ঘোষণায় কার্যত শোরগোল পরে গিয়েছে মার্কেটে।
তানিশকের মনোপলি ভাঙতে মার্কেটে এসেছিল রিলায়েন্স জুয়েলস। এবার এই দুই জায়েন্ট সংস্থার ডুয়োপলিকে কার্যত টক্কর দিতেই ৫ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্টে নভেল জুয়েলারি ব্র্যান্ড লঞ্চ করল আদিত্য বিড়লা গ্রুপ। তবে প্রশ্ন হচ্ছে, এই আনঅরগানাইজড মার্কেটে কীভাবে জায়গা করে নেবে নভেল জুয়েলারি? তাছাড়া, তানিশক বা রিলায়েন্সের মতো বাঘা বাঘা প্রতিযোগীদের কীভাবেই বা মাত দেবে নতুন এই সংস্থাটি? জানব আজকের প্রতিবেদনে। তবে তার আগে এই ধরণের আরও খবর পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন বিজনেস প্রাইম নিউজ।
সোনার গয়নার প্রতি ভারতীয়দের উইকনেসের কথা কম-বেশি সকলেই জানে। যে কারণে ভারতের জুয়েলারি মার্কেট বিশ্বের মধ্যে অন্যতম। যদিও তানিশক এবং রিলায়েন্স জুয়েলসের মতো ব্র্যান্ডের দৌলতে এই জুয়েলারি মার্কেট কিছুটা হলেও অরগানাইজড হয়েছে, কিন্তু এর বেশিরভাগটাই এখনও আনঅরগানাইজড। সমীক্ষা বলছে, দেশের মোট জিডিপি-র ৭ শতাংশ ভরপাই করে জুয়েলারি ইন্ডাস্ট্রিগুলো। মার্কেটে প্রচুর প্রিমিয়াম প্লেয়ার থাকতেই পারে, কিন্তু মার্কেট আনঅরগানাইজড হওয়ায় নতুন মার্কেট প্লেয়ারদের জন্য ভালোরকম অপরচ্যুনিটি রয়েছে। তাই নতুন প্লেয়ারদের এগিয়ে আসা উচিৎ বলে মনে করেন মার্কেট বিশেষজ্ঞরা।
তাছাড়া, ২০২৩ সালে ৭৫ বিলিয়ন ডলারের এই মার্কেট ২০২৫ সালে ৯০ বিলিয়ন ডলারের সীমারেখাকেও ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান বাজার বিশেষজ্ঞদের। আর ঠিক এই কারণেই এবার জুয়েলারি ব্যবসায় যুক্ত হচ্ছে নতুন নাম, আদিত্য বিড়লা গ্রুপের নভেল জুয়েলারিস। ইন-হাউজ জুয়েলারি ব্যান্ডগুলিকে ফিচার করার মাধ্যমে সারা ভারত জুড়ে বড় আকারের এক্সক্লুসিভ খুচরা গয়নার দোকান তৈরি করবে বলে জানিয়েছে সংস্থাটি। দেশের বাজারে জুয়েলারি লাভরদের জন্য থাকছে সংস্থার এক্সক্লুসিভ ডিজাইন। কাজেই ক্রেতারা কোন প্রিমিয়াম ব্র্যান্ডের জুয়েলারি নিজের উইশলিস্টে রাখবেন? সেটা কিন্তু আগে থেকেই ডিসাইড করে না রাখলে পরে কনফিউজড হতে পারেন।
সংস্থার শ্রীবৃদ্ধির জন্যে নিঃসন্দেহে এটা একটা দুর্দান্ত স্ট্র্যাটেজিক ডিসিশন তো বটেই। পাশাপাশি কর্মসংস্থান তৈরি এবং লোকাল ইকোনমিক ডেভলপমেন্টের জন্যেও এই ডিসিশন ম্যাজিক মন্ত্রের মতো কাজ করবে বলে আশাবাদী সংস্থার কর্মকর্তারা।
প্রিমিয়াম সেগমেন্টে টাটার তানিশক, রিলায়েন্স জুয়েলস বা মালাবার গোল্ডের মতো প্রিমিয়াম ব্র্যান্ডের কদর অনেক বেশি। এখন এই দীর্ঘদিনের মার্কেট প্লেয়ারদের সঙ্গে কীভাবে টক্কর দেওয়ার প্রস্তুতি নেয় আদিত্য বিড়লা গ্রুপ এবং এই সেগমেন্টে অদ্বিতীয় হয়ে ওঠে, সেটাই দেখার।
দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।