Market

দীর্ঘ চার দশক পার করে শেষ পর্যন্ত গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের বোর্ড থেকে সরতে চলেছেন গোদরেজ গ্রুপের চেয়ারম্যান আদি গোদরেজ। তাঁর জায়গায় আসতে চলেছেন তাঁর ছোট ভাই নাদির গোদরেজ। নাদির বর্তমানে জিআইএল সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং মুম্বইয়ে সংস্থার সদর দফতরের চেয়ারম্যান।
চলতি বছর ১ অক্টোবর এই বদল হতে চলেছে গোদরেজ গ্রুপের। শুক্রবার এমনটাই জানানো হল সংস্থার পক্ষ থেকে। তবে সংস্থার তরফে জানানো হয় তিনি এফএমসিজি ফার্মের সাম্মানিক চেয়ারম্যান পদে নিযুক্ত থাকবেন।
আদি গোদরেজ জানিয়েছেন, চার দশকেরও বেশি সময় ধরে তিনি গোদরেজ ইন্ডাস্ট্রিজের সঙ্গে যুক্ত রয়েছেন। এই সময়ের মধ্যে সংস্থার যে উন্নতি হয়েছে তার জন্য পুরো কৃতিত্বই তিনি বোর্ডকে দিয়েছেন। বোর্ডের সমর্থন ও নির্দেশনা ছাড়া এই উন্নতি কখনই সম্ভব হতনা বলে জানিয়েছেন আদি গোদরেজ। সেই সঙ্গে গোদরেজের সমস্ত গ্রাহক, ব্যবসায়িক অংশীদার, শেয়ারহোল্ডার, বিনিয়োগকারীদের কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
বছর ৭৯-র এই শিল্পপতি তার অবদানের জন্য বেশ কয়েকটি পুরস্কার এবং স্বীকৃতিও পেয়েছেন। তার মধ্যে রয়েছে, দ্য রাজীব গান্ধী অ্যাওয়ার্ড, ২০০২ এবং দ্য আমেরিকান ইন্ডিয়া ফাউন্ডেশন (এআইএফ) লিডারশিপ ইন ফিলানথ্রপি অ্যাওয়ার্ড, ২০১০।
নাদির গোদরেজ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ করেছেন। এখন দেখার আদি গোদরেজের এই সাফল্য নাদির গোদরেজ ধরে রাখতে পারেন কিনা।
ব্যুরো রিপোর্ট