Daily
হঠাৎ মুকুল রায়ের বাড়িতে অধীর রঞ্জন চৌধুরী! কেন, কিসের জন্য? লোকসভা নির্বাচনের মধ্যে আবার কি নতুন কোন রসায়ন? নাকি শুধুই সৌজন্য সাক্ষাৎ?
লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় শেষ হয়েছে বহরমপুরের ভোটগ্রহণ। এরপর পঞ্চম দফায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে রয়েছে ভোট। সেখানে সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ। আর দেবদূত ঘোষের সমর্থনেই কাছড়া পাড়ার কলেজ মোড়ে অধীর এসেছিলেন নির্বাচনী জনসভায়। শেষ হতেই তিনি সটান চলে যান কাঁচরাপড়ায়। বৃহস্পতিবার সন্ধ্যায় মুকুল রায়ের সঙ্গে দেখা করতে কাঁচরাপাড়ার বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। জানা যাচ্ছে যে, মুকুল রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অধীর রঞ্জন চৌধুরী। দেখুন সেই ভিডিও।
তবে ঠিক কী কারণে একদা তৃণমূলের চাণক্যর সঙ্গে দেখা করতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি? জানা যাচ্ছে, অধীর চৌধুরী এবং মুকুল রায়ের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। মুকুল রায়ের সঙ্গে হাত মেলান অধীর। তারপর তার শারীরিক অবস্থার কথা জিজ্ঞাসা করেন তিনি। মুকুল রায় নিজেও নাকি হাসিমুখে কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে। তবে শুধুই কি সৌজন্য সাক্ষাৎ নাকি এর পিছনে রয়েছে অন্য কোন পলিটিক্যাল চমক, সেটা এখনো অজানা। কারণ এই বিষয়ে মুখে প্রায় কুলুপ এঁটেছেন অধীর চৌধুরী। তবে আমরা সকলেই জানি যে মুকুল রায় নিজে বেশ কিছুদিন অসুস্থ। এখন আর প্রত্যক্ষ রাজনীতির ময়দানেও তাঁকে দেখা যায় না। তবে কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক নিজেও মুকুল রায়ের সঙ্গে দেখা করে এসেছেন। আর এবার করলেন অধীর নিজে। বলাই বাহুল্য, অধীর-মুকুলের রাজনৈতিক যোগাযোগ আজ-কালের নয়। পাঁচ বারের সাংসদ হলেন অধীর চৌধুরী। এদিকে মুকুল রায় নিজেও ছিলেন রাজ্যসভার সাংসদ। প্রথমে তিনি কংগ্রেস করলেও তারপর যোগ দেন টিএমসি-তে। এরপর ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে তিনি টিএমসি ছেড়ে যোগ দেন বিজেপিতে। ২০২১ সালে কৃষ্ণনগর উত্তর থেকে জেতার পরেও ফের জুন মাস নাগাদ ফিরে আসেন তৃণমূলে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ