Trending
সরকার তোলাবাজি করছে। মাছের তেলে মাছ ভাজছে। এই কথাগুলো কংগ্রেস নেতা অধীর চৌধুরী কাকে উদ্দ্যেশ্য করে বলছেন? কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে নয়। বরং তাঁর এই ক্ষোভ তিনি উগড়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দ্যেশ্য করে। একইসঙ্গে তিনি বলেছেন, বাংলার মাথায় এখন দেনার অঙ্ক প্রায় ৬ লক্ষ কোটি টাকা। বাংলায় একটি শিশু জন্মালে তার ঘাড়ে চাপছে ৬০ থেকে ৭০ হাজার টাকার দেনা। এই দেনা মাথায় নিয়েই তাঁকে বড় হতে হবে। লোকসভার কক্ষে যে কংগ্রেস এবং তৃণমূল একইসারিতে বসে এনডিএ-র বিরোধিতা করছে, সেই কংগ্রেসের নেতা অধীর চৌধুরির এই মন্তব্যে এখনো পর্যন্ত চুপ তৃণমূল কংগ্রেসের মাথারা। অধীরবাবু বললেন, মুখ্যমন্ত্রীর ঘরে তো আর টাকা ছাপানোর মেশিন নেই। মমতাকে উদ্দ্যেশ্য অধীরের তীব্র কটাক্ষ- শুনে নিন।