Daily

Prime
By Business Prime News | April 13, 2021
দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভার কংগ্রেসের প্রার্থী নার্গিস বানুর সমর্থনে এক জনসভায়, কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী শীতলকুচি ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে যাওয়ার কথা ঘোষণা করলেন। সাথে রাজ্যজুড়ে বিজেপি নেতাদের আকথা কুকথা বলার বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় কে চ্যালেঞ্জ জানালেন। তিনি বলেন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এই বিজেপি নেতাদের গ্রেফতার করুন প্রয়োজন পড়লে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় কে “সেই অর্থে “ সমর্থন করবে । কুমারগঞ্জের চাঁদগঞ্জ এর মাঠে মঙ্গলবারের এই জনসভা ছিল কংগ্রেসের প্রার্থী নার্গিস বানু চৌধুরীর সমর্থনে ।
বালুরঘাট থেকে শিব শঙ্কর চ্যাটার্জির রিপোর্ট