Trending
প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণের পরেই দেশ জুরে কৃষকদের মধ্যে বইছে খুশির হাওয়া। অধিকাংশ রাজনৈতিক দলগুলির অভিমত কৃষকদের সঙ্গবদ্ধ আন্দোলনের সামনে শেষ পর্যন্ত মাথা নোয়াতে বাধ্য হল মোদী সরকার।
পশ্চিমবঙ্গেও বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার নিয়ে রাজনৈতিক দলগুলির নেতাদের মধ্যে বেশ ঐক্যমত্তের সুরই শোনা গেল। তৃণমূল মুখপাত্র সুখেন্দু শেখর রায় আজ সাংবাদিকদের সামনে কৃষক আন্দোলনে মমতার ভূমিকা যেমন তুলে ধরলেন, তেমনই বহরমপুরে, লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী দাবি তুললেন শুধু আইন প্রত্যাহার করলেই হবে না। সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে।
আজকে কলকাতায় তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় ও বহরমপুরে অধীর চৌধুরী কি বললেন শুনুন।
বিক্রম লাহা, কলকাতা, কুশল শরিফ, বহরমপুর