Daily
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে কাঁথি মহকুমা আদালতে ফৌজদারি মামলা রুজু হলো। তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জন্য কাঁথি মহকুমা আদালতে ফৌজদারি মামলা রুজু করলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী।
গতকাল নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভায় যোগ দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
গতকালের সভায় ঠিক কি বলেছিলেন কুণাল ঘোষ
তা শুনুন আরো একবার।
গতকালের সভায় অধিকারী পরিবারের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জন্য আদালতের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী।
ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারা অনুযায়ী তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে কাঁথি মহকুমা আদালতে দায়ের করা হয় মানহানির মামলা।
মামলা দায়ের করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বললেন সৌমেন্দু অধিকারীর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী। শুনুন
এখন মামলার জল কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জি রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ