Daily

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বাংলায় বিনিয়োগের বিষয়ে একগুচ্ছ প্রস্তাবনা রাখেন আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি। বাংলায় ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যে ১০ হাজার কোটিরও বেশি বিনিয়োগের কথা বলেন তিনি। আর তারই একটা অংশ হিসেবে আজ অর্থাৎ বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবসে বর্ধমানের কৃষকদের কাছ থেকে মিনিকেট, বাসমতি চাল কিনে তা গোটা ভারতে ছড়িয়ে দেওয়ার কাজ শুরু হলো ।
মিনিকেট, বাসমতির মত অত্যাধুনিক মানের এই চাল দেশের সমগ্র পূর্বাঞ্চলের আঞ্চলিক চাহিদা মেটাতে সক্ষম বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, আদানি উইলমার লিমিটেড, আঞ্চলিক চাল সরবরাহকারী একমাত্র জাতীয় ব্র্যান্ড পরিচিত। যা কি না খাদ্য এফএমসিজি বিভাগে কোম্পানির অবস্থানকে আরও মজবুত করে তুলছে। যার মধ্যে রয়েছে ফরচুন প্রিমিয়াম মিনিকেট এবং বাঁশকাঠি চাল। আর আগামী ২-৩ মাসের মধ্যেই প্রিমিয়াম কোয়ালিটির গোবিন্দ ভোগ চাল বাজারে উপলব্ধ হবে বলে কোম্পানি সূত্রে জানানো হয়েছে।
বিশেষ অনুষ্ঠানের জন্য প্রিমিয়াম রেঞ্জের চাল পাওয়া যাবে ১ কেজি, ৫ কেজি এবং ১০ কেজির প্যাকেটে। চালের গুণমান, স্বাস্থ্যবিধি এবং মূল্যের বিষয়টা বিবেচনা করে, বাজারে প্রিমিয়াম রেঞ্জের চাল ছড়িয়ে দিতে পেরে এবং সর্বোপরি সমগ্র পূর্বাঞ্চলের চালের জোগান দিতে পারে আনন্দিত আদানি উইলমার গোষ্ঠীর কর্মকর্তারা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ