Market

শেয়ার বাজারে দুর্দান্ত পারফরম্যান্স আদানি উইলমারের। বিনিয়োগকারীদের মাত্র সাত সপ্তাহে দ্বিগুণ রিটার্ন দিয়েছে কোম্পানিটি। আদানি উইলমারের প্রতিটি শেয়ারের দাম ৫০০ টাকার গণ্ডি ছাড়িয়ে ফেলেছে ইতিমধ্যেই। এনএসই-তে কোম্পানির প্রতিটি শেয়ারের দাম পৌঁছেছে ৫০৪.৬৫ টাকায়।
বিশেষজ্ঞরা মনে করছেন, সংস্থার শেয়ার বৃদ্ধির পেছনে বড় হাত রয়েছে রামদেবের রুচি সোয়ার। কারণ এই সংস্থার এফপিও-র কারণে ভোজ্য তেলের বাজারও বেশ চাঙ্গা হয়েছে। পাম তেলের উপরেও যার প্রভাব পড়েছে। তাছাড়াও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় বাজারে আপাতত পাম তেলের দাম উপরের দিকেই থাকবে। কাজেই পরবর্তী ত্রৈমাসিকেও আদানি উইলমারের শেয়ারের এই উত্থান অব্যাহত থাকবে।
আইপিও-র সময় সংস্থার প্রতিটি শেয়ারের দাম ছিল ২১৮ টাকা থেকে ২৩০ টাকা মত। তবে মাত্র সাত সপ্তাহেই বাজীমাৎ করেছে সংস্থা। প্রায় দ্বিগুনের বেশি রিটার্ন পেয়েছেন লগ্নিকারিরা। তবে, বর্তমান স্তরে আদানি উইলমারে বিনিয়োগ না করে বরং ১৫ থেকে ২০ শতাংশ প্রফিট বুকিং-এর জন্য অপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন আইবিএমের অধিকর্তারা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ