Market
দেশের অন্যতম জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজনকে কঠিন প্রতিযোগিতার মুখে ফেলতে চলেছে ফ্লিপকার্ট। তার জন্য ফ্লিপকার্ট গাঁটছড়া বেঁধেছে গৌতম আদানির সংস্থার সঙ্গে। আর এই দুই সংস্থা একসঙ্গে তৈরি করতে চলেছে ভারতের বৃহত্তম লজিস্টিক হাব বা ডেটা সেন্টার। ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছে তারা।
সম্প্রতি এই দুই সংস্থা একজোট হবার পর একটি বিবৃতি পেশ করে জানায়, মুম্বইয়ে লজিস্টিক হাবের জন্য ৫,৩৪,০০০ বর্গফুট পরিপূরণ কেন্দ্র তৈরি করবে আদানি গ্রুপ। যা ফ্লিপকার্টকে লিজে দেওয়া হবে। প্রায় ১১টি ফুটবল মাঠের সমান এই বিরাট গুদামে ১০ মিলিয়ন ইউনিট জিনিস রাখা যাবে।
একজোট হবার ফলে অনলাইন ব্যবসায় খুব দ্রুত জায়গা দখল করতে পারে এই ধনকুবের। এবং তৈরি হতে পারে কঠিন প্রতিযোগিতা। যে প্রতিযোগিতায় আদানিকে মুখোমুখি হতে হবে রিলায়েন্স এবং অ্যামাজনের। কিন্তু কেন অনলাইন ব্যবসায় এমন রেষারেষি? জানা গিয়েছে, কোভিড পরিস্থিতির পর অধিকাংশ মানুষের মধ্যে বেড়েছে অনলাইনে বাজার করার ঝোঁক। তারা মনে করছে আগামী ২০২৬ সালের মধ্যে প্রায় ২০০ বিলিয়ন ডলারের ব্যবসা করতে পারে আদানি-ফ্লিপকার্ট জোট। যদিও এই জোটে কাদের কত অংশীদারিত্ব থাকবে, সেই নিয়ে কেউই প্রকাশ্যে মুখ খোলে নি।
ব্যুরো রিপোর্ট