Market

শেয়ার বাজারে ঘোড়দৌড়ে আদানি। শেষ ছয় মাসে বিনিয়োগকারীরা রিটার্ন পেয়েছেন ১৭৫ শতাংশ। মুখের হাসি চওড়া হয়েছে বিনিয়োগকারীদের। খুশি আদানি গ্রুপ। কিন্তু আদানি গ্রুপের কোন শেয়ার দালাল স্ট্রিটে এভাবে ছড়ি ঘোরাতে পারছে? উত্তরটা হল আদানি পাওয়ার লিমিটেড। বর্তমানে আদানি গ্রুপের এই শাখার স্টক মাল্টিব্যাগারে পরিণত হয়েছে। কিভাবে জানেন?
তার আগে বলি আদানি পাওয়ার লিমিটেডের স্টক নিয়ে। বর্তমানে আদানি পাওয়ার লিমিটেডের স্টকের বর্তমান দাম পেরিয়েছে চারশো-র গণ্ডি। বিএসই-তে এই স্টক বৃদ্ধি পেয়েছে ৫ শতাংশ মতন। আর এনএসই-তে বৃদ্ধি পেয়েছে ১০.২০ শতাংশ। শেষ ছয় মাসে এই স্টক বৃদ্ধি পেয়েছে প্রায় ১৭৪ শতাংশ মতন। আর শেষ এক বছরে স্টকের বৃদ্ধি দাঁড়িয়েছে ৩৫৩ শতাংশের বেশি। বাজার বিশেষজ্ঞরা বলছেন, আদানি পাওয়ার লিমিটেডের স্টক লাফিয়ে বেড়েছে ওড়িশার প্রকল্পে। পড়শি রাজ্য ওড়িশায় আদানি আলাদা আলাদা ১০-টি প্রকল্প শুরু করার লক্ষ্যে মাঠে নামছেন। বিনিয়োগ করা হবে ৭৪ হাজার কোটি টাকা। আর এই সব কিছুই আদানি গ্রুপকে শেয়ার বাজারে আলাদা করে অনেকটাই অক্সিজেন দিয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে ধনকুবের বিল গেটসকে পিছনে ফেলে দিয়ে বিশ্বধনীদের তালিকায় একেবারে চারে উঠে এসেছেন গৌতম আদানি। সেদিক থেকে দেখতে গেলে, অম্বানি রয়েছেন কিছুটা পিছিয়েই। চলতি বছরে আদানির সম্পত্তি কয়েক লাফে বেড়েছে। তার অন্যতম কারণ, আদানির শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে অনেকটাই। আদানি গ্রুপের অন্যান্য শাখার স্টক অনেকটা বেড়ে যাওয়ার কারণেই বিনিয়োগকারীদের ভালো রকম রিটার্ন দিতে পারছে এই গ্রুপ। আদানি পাওয়ার লিমিটেড সেটাই যেন ফের প্রমাণ করে দিল একেবারে হাতেনাতে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ