Trending
আদানির বিদ্যুৎ বিল পরিশোধ করতে ব্যর্থ বাংলাদেশ।তবে কি এবার ঘোর অন্ধকার নেমে আসবে বাংলাদেশে ? এই নিয়েই কথা বলবো আজকের প্রতিবেদনে। শেষ পর্যন্ত দেখতে থাকুন।
তৃতীয় বিশ্বের অন্যতম উদীয়মান আর্থিক শক্তি বাংলাদেশ। শেখ মুজিবরের হাত ধরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের পর কেটে গেছে বহু দশক। আজ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি অশান্ত। ওপার বাংলায় ঘটে যাওয়া গণআন্দোলনের জেরে দেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। সেনার নেতৃত্বে সেখানে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। কিন্তু এত সত্ত্বেও সমস্যা যেনো পিছু ছাড়ছে না।এবার সইয়ে দেশে দেখা দিয়েছে আরও এক গভীর সঙ্কট। ভারতের কোম্পানি আদানি পাওয়ারের বিল পরিশোধ করতে না পাড়ায় অপয়ায় বাংলা আপাতত বিদ্যুৎ সঙ্কটের সম্মুখীন। তাহলে কি এবার অন্ধকারে ডুবে যাবে গোটা বাংলাদেশ?
ইতিমধ্যেই বকেয়া পরিশোধ না করায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিয়েছে আদানি পাওয়ার। যার জেরে ভালোরকম বিদ্যুতের ঘাটতি তৈরি হয়েছে ওপার বাংলায়। একই সাথে বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়েছে আদানি গ্রুপ। আগামী ৭ই নভেম্বরের মধ্যে ৮৪ কোটি ৬০ লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭ হাজার ১১৭ কোটি টাকা যদি বাংলাদেশ পরিশোধ না করতে পারে তবে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হবে বিদ্যুৎ সরবরাহ। বিদ্যুৎ পরিষেবা কমিয়ে দেওয়ার বাঙ্গালদেসে ইতিমধ্যে প্রায় ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।
বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে আদানিদের সঙ্গে বাংলাদেশের এই দড়ি-টানাটানি দীর্ঘদিনের। দীর্ঘদিন ধরেই বাংলাদেশে বিদ্যুতের বিল বাকি পড়েছে বলে শোনা গিয়েছিল। আর এরই মধ্যে হাসিনা সরকারের পতন ঘটেছে।কিন্তু তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বকেয়া অর্থ চেয়ে তবে নতুন সরকারের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে আদানি-গোষ্ঠী বারবার চিঠি দিয়েছে বলে জানা গেছে। কিন্তু কোনো লাভ হয়নি।
তবে বিষয়ে সেরম কোন মন্তব্য করতে চায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, সম্পূর্ণ বিষয়টি বাংলাদেশ সরকার এবং আদানি পাওয়ারের মধ্যেকার বিষয়। উক্ত বিষয়ের ভারত সরকার কোনোভাবে জড়িত নয়। দেখুন তাঁর বক্তব্য।
এবার আপনাদের দেখাবো বাংলাদেশের তরফ থেকে এই বিষয়ে ঠিক কি প্রতিক্রিয়া দেওয়া হয়েছে।
দেখার কথা উক্ত বিষয়ে এবার ঠিক কি পদক্ষেপ নেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
Business Prime News
জীবন হোক অর্থবহ