Daily
সম্পদ বৃদ্ধির নিরিখে বিল গেটসকে পিছনে ফেলে দিয়েছেন গৌতম আদানি। বিশ্বের চতুর্থ বৃহত্তম ধনী হিসেবে তিনি আগেই আত্মপ্রকাশ করেছেন। এবার এলো নতুন একটি তথ্য। জানা গিয়েছে, এক বছরে সম্পদ বৃদ্ধির নিরিখে আদানি শুধু বিল গেটসকেই নন। পিছনে ফেলে দিয়েছেন, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককেও।
অতিমারি বছরগুলোয় যখন একদিকে বিশ্ব সহ ভারতের একাধিক শিল্পক্ষেত্রগুলি কার্যত ধুঁকতে বসেছিল, ঠিক সেই সময় আদানির সম্পদ বৃদ্ধি পায় কয়েকগুণ। উল্লেখ্য, সম্পদ বৃদ্ধির নিরিখে আদানি এবং অম্বানির প্রতিদ্বন্দ্বিতা সেইসময় ভালোরকম ছিল। এখনো সেই প্রতিদ্বন্দ্বিতা বহাল রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, গেল বছরে বিপুল পরিমাণ রিটার্ন পেয়েছে আদানি। যা পিছনে ফেলে দিয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সম্পত্তিকেও। হ্যাঁ, ঠিকই। এক বছরে সম্পদ বৃদ্ধির নিরিখে ইলন মাস্ককে টেক্কা দিয়েছেন গৌতম আদানি। এই ট্র্যাডিশন গেল বছরের মতন এই বছরেও বহাল। সেই সময়, আদানি এবং অম্বানি সম্পদ বৃদ্ধির প্রতিযোগিতায় ভালোরকম নাম লিখিয়েছিলেন। অবশ্য শেষ হাসি হাসলেন সেই গৌতম আদানি।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ