Market

যত তাড়াতাড়ি উত্থান হয়েছিল তারও বেশি তাড়াতাড়ি পতন। এক ধাক্কায় সম্পত্তি কমছে ধনকুবের গৌতম আদানির। কয়েকদিনের মধ্যেই হারিয়ে ফেলেছেন এশিয়ার দ্বিতীয় ধনীর তকমা। পরিসংখ্যান বলছে, মাত্র চার দিনে কয়েক বিলিয়ন ডলার হারিয়েছেন আদানি। সম্পত্তি কমেছে ১৪ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১০ হাজার কোটি টাকা।
অতিমারি পরিস্থিতিতেও আদানি সম্পত্তির পরিমাণ গত এক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কড়া চ্যালেঞ্জের মুখে পড়েন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ধনীর জায়গা দখল করে নিয়েছিলেন গৌতম আদানি। কিন্তু উল্লেখযোগ্যভাবে এই পতনের কারণে আদানি হারিয়েছেন দ্বিতীয় স্থান। গত সপ্তাহের শেষেও আদানির মোট সম্পত্তির পরিমাণ যেখানে ছিল ৭৭ বিলিয়ন ডলার এই কয়েকদিনে তা কমে দাঁড়িয়েছে ৬২.৩ বিলিয়ন ডলারে।
কিন্তু কেন এই উল্কা পতন? সম্প্রতি ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড আদানির সংস্থায় বিনিয়োগ করা মরিশাসের তিনটি সংস্থাকে ফ্রিজ করে দেয়। তারপরেই এক ধাক্কায় আদানি গ্রুপের শেয়ার পরে ২৫%। যার ফলে চার দিনের মধ্যে সম্পত্তি হারানোর নজির তৈরি করলেন গৌতম আদানি।
ব্যুরো রিপোর্ট