Market
অম্বানিকে ভালোরকম প্রতিযোগিতার মুখে ফেলতে প্রস্তুত দেশের অন্যতম ধনকুবের গৌতম আদানি। সম্প্রতি গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিটে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠক সারেন তিনি। যা নিঃসন্দেহে ব্যবসায়িক দিক থেকে আদানি গ্রুপের কাছে হতে চলেছে দুর্দান্ত সুযোগ।
সূত্রের খবর, ক্লিন এনার্জিতে বিপুল বিনিয়োগের পথে হাঁটতে চলেছেন গৌতম আদানি। বিনিয়োগ করতে পারেন ৭০ বিলিয়ন মার্কিন ডলার।
রিনিউয়েবল এনার্জি উৎপাদনে আদানি গ্রুপের বিনিয়োগ হতে পারে ২০ বিলিয়ন মার্কিন ডলারের মত। আদানি গ্রিন এনার্জি আগামী চার বছরে বিস্তৃতি ঘটাবে ২৫%।
সার্বিক উন্নতি হবে সাপ্লাই চেনের। ইলেকট্রোলাইজার ম্যানুফ্যাকচারিং এবং কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং হতে চলেছে আদানি গ্রুপের পরবর্তী লক্ষ্য।
কয়লা সংকটের কারণে বিদ্যুৎ বিভ্রাট বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। যে কারণে দেশের প্রথম সারির ধনকুবের মুকেশ অম্বানি সৌরবিদ্যুৎ, সৌর প্যানেল তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা নিতে চলেছেন। পিছিয়ে নেই অম্বানির চিরপ্রতিদ্বন্দ্বী গৌতম আদানি। তিনিও সেই একই লক্ষ্যে ঝাঁপিয়েছেন বিনিয়োগের জন্য। স্বাভাবিকভাবেই বিশেষজ্ঞমহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, কিভাবে বিনিয়োগের বাজারে আদানি নিজের ব্যবসার বিস্তৃতি ঘটাতে পারেন সেদিকেই লক্ষ্য রেখেছে শিল্পমহল।
ব্যুরো রিপোর্ট