Market

আদানি গ্রুপের নজরে এবার ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। উত্তরপ্রদেশের বাণিজ্যিক উন্নয়নের স্বার্থে এবার ৭০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে আদানি গ্রুপ। যা কিনা, রাজ্যের ৩০ হাজার মানুষের কর্মসংস্থানের দিশা দেখাবে। লখনউতে বাণিজ্যিক সম্মেলন থেকে এমনই ঘোষণা করলেন গৌতম আদানি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ্য আরও বাঘাবাঘা বিনিয়গকারিরা। এদিন অনুষ্ঠানে ৮০ হাজার কোটি টাকারও বেশি মূল্যের ১৪০৬ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নরেন্দ্র মোদী। কৃষি, আইটি, ইলেকট্রনিক্স, এমএসএমই, উৎপাদন, পুনর্নবীকরণ যোগ্য শক্তি, ফার্মা, পর্যটন, প্রতিরক্ষা, তাঁত এবং বস্ত্র শিল্প, মহাকাশ গবেষণা এই প্রতিটি খাত অন্তর্ভুক্ত রয়েছে এই প্রকল্পের মধ্যে।
রাজ্যের রাস্তা ও পরিবহন পরিকাঠামোর উন্নয়নে ২৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে আদানি গ্রুপ। এছাড়াও মাল্টি মডাল লজিস্টিক এবং প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করছে ৩৫ হাজার কোটি টাকা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ