Market
মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনার সকল ভার অধিগ্রহণ করল আদানি গোষ্ঠী। নিজের টুইটার থেকে এই কথাই জানিয়েছেন আদানি গোষ্ঠীর অধিকর্তা গৌতম আদানি। একইসঙ্গে জানিয়েছেন, এমনভাবেই মুম্বই এয়ারপোর্টের পরিবেশ তৈরি করা হবে যা মুম্বইকে গর্বিত করবে। আগামী দিনে এয়ারপোর্টের পরিবেশ সাহায্য করবে ব্যবসায়। হাজার হাজার কর্মসংস্থান হবে বলেও জানিয়েছেন তিনি।
মুম্বই বিমানবন্দরের ব্যবস্থাপনার ভার নিজের হাতে তুলে নিয়ে এক বড়সড় পদক্ষেপ ফেলল আদানি গ্রুপ। জানা গিয়েছে, এই অধিগ্রহণ করার ফলে দেশের ৩৩% এয়ার ট্রাফিক কার্গো থাকল আদানির হাতেই। লখনউ, গৌহাটি, জয়পুর, আহমেদাবাদ, তিরুবনন্তপুরমের বিমানবন্দরের ব্যবস্থাপনা গ্রহণের পর মুম্বই হল তাদের নবতম সংযোজন। এছাড়াও নভি মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নির্মাণের কাজেও খুব তাড়াতাড়ি নামতে চলেছে আদানি গ্রুপ।
ব্যুরো রিপোর্ট