Daily

সেবির নজরদারি থেকে বাদ পড়লো না আদানি গ্রুপ। আদানি গ্রুপের লেনদেন ও ব্যবসা সংক্রান্ত হিসেব-নিকেশে বিশেষ নজর রেখেছে সেবি, জানালো অর্থ মন্ত্রক।
যদিও প্রতিক্রিয়াস্বরূপ আদানি গ্রুপ জানিয়েছে যে তারা সেবির নির্দেশমাফিক সমস্ত কাজ করছে। প্রয়োজনের সেবিকে প্রমান দিতেও প্রস্তুত সংস্থা। এক্ষেত্রে সম্পূর্ণ ভাবে সাহায্য করতে তৈরি আদানি গ্রুপ। অর্থ মন্ত্রক জানিয়েছে, বাজার সংক্রান্ত বিধি মেনে চলার বিষয়ে আদানি গ্রুপের কিছু সংস্থার তদন্তে নেমেছে সেবি। যদিও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এ বিষয়ে এখন কোনও তদন্ত করছে না বলে দাবি করেছে অর্থ মন্ত্রক।
প্রসঙ্গত, প্রায় পাঁচ বছর আগে আদানি পাওয়ারকে শো কজ করেছিল ডিআরআই। অভিযোগ উঠেছিল, আদানি গ্রুপ নাকি তাদের বিদ্যুৎ উৎপাদন পরিকাঠামোর দামের তুলনায় বাড়তি দাম দেখাচ্ছে। তদন্তে অভিযোগ ভুল প্রমাণিত হয় এবং ডিআরআই, আদানি গ্রুপের পক্ষেই অর্ডার পাস করে, বলে জানায় সংস্থার মুখপাত্র।
এক্ষেত্রেও সেবির বিধিনিষেধ মাফিক সংস্থা এগোচ্ছে। প্রয়োজনে যেকোনো রকম তদন্তের সহযোগিতা করতে প্রস্তুত আদানি গ্রুপ, জানালো সংস্থার মুখপাত্র।
ব্যুরো রিপোর্ট