Market

ব্যবসায় একচেটিয়া উত্থানের সাক্ষী থাকছেন গৌতম আদানি। বাংলার জলপথে ব্যবসা বাড়ানোর পরিকল্পনা নেওয়ার পর এবার আরও একধাপ এগিয়ে গেলেন তিনি। দখল নিলেন এসবি এনার্জির। প্রায় ৩.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করে এসবি এনার্জির যাবতীয় দায়িত্বভার নিয়ে নিল আদানি গ্রুপ। ভারতীয় মুদ্রায় ২৬ হাজার কোটি টাকারও বেশি।
জাপানের সফট ব্যাঙ্ক গ্রুপ কর্পোরেশন এবং ভারতী এন্টারপ্রাইজের মালিকানায় ছিল এসবি এনার্জি গ্রুপ। যা মূলত সৌরশক্তি উৎপাদন করে। রিনিউয়েবল এনার্জিকে প্রথম থেকেই পাখির চোখ করেছিলেন গৌতম আদানি। সেদিক থেকে দেখলে এসবি এনার্জির অধিকার নিজের হাতে তুলে নিয়ে একধাক্কায় অনেকটা এগিয়ে গেলেন তিনি।
সূত্রের খবর, ১৭০০ মেগা ওয়াটের রিনিউয়েবল এনার্জি সহ নির্মাণশিল্প খাতের জন্য ৭০০ মেগাওয়াট সম্পদ। এছাড়াও ৮৪% সোলার ক্যাপাসিটির দিকেও নজর রেখেছে আদানি সংস্থা। এছাড়াও এসেল গ্রিন নামের একটি সংস্থার থেকে ৪০ মেগাওয়াটের একটি প্রোজেক্ট তৈরির দিকে নজর দিয়েছে তারা। উল্লেখ্য, গৌতম আদানি বর্তমানে ভারতের দ্বিতীয় বিত্তশালীর তালিকায় চলে এসেছেন। সামনেই রয়েছেন মুকেশ অম্বানি। যেভাবে একের পর এক প্রোজেক্ট আদানি গ্রুপ নিজেদের হাতে তুলে নিচ্ছে, তাতে আদানি গ্রুপের জন্য তৈরি হয়েছে এক প্রশস্ত সময়।
ব্যুরো রিপোর্ট