Market

বাংলার সাথে আরও দৃঢ় হতে চলেছে আদানি গোষ্ঠীর সমীকরণ। এমন গুঞ্জন আগেই উঠেছিল। এবার গৌতম আদানির নেওয়া এক পদক্ষেপে সেই গুঞ্জন আরও স্পষ্ট হল। রাজ্যের খাদ্যভাণ্ডার অর্থাৎ বর্ধমান জেলার বন্ধ হয়ে যাওয়া রাইস মিল কিনলেন গৌতম আদানি।
আদানি গোষ্ঠীর সদস্য আদানি উইলমারের তরফে এই রাইস মিল কেনা হয়েছে। আদানি গোষ্ঠীর এই পদক্ষেপের ফলে বাংলায় বিপুল বিনিয়োগ আসতে পারে বলেই মনে করছেন বাণিজ্যমহলের বিশেষজ্ঞরা। বর্ধমানের এই দিরঘদিন ধরে বন্ধ হয়ে থাকা রাইস মিল পুনরায় চালুর কথা ভাবা হচ্ছে। বেশ কয়েক মাস ধরেই বাংলার সাথে আদানি গোষ্ঠীর সম্পর্ক সুদৃঢ় হওয়ার পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্যে বিপুল বিনিয়গের আশা দেখতে পাচ্ছে বাণিজ্যমহল। আদানি গোষ্ঠীর এই রাইস মিল কেনার পদক্ষেপ সেই বিষয়টাকে কতটা কার্যকরী করে, এখন সেটাই দেখার।
দেশজুড়ে ভোজ্য তেল, চাল, ডাল, আটা, ময়দা সহ আরও অন্যান্য ফাস্ট মুভিং কঞ্জিউমার সামগ্রী ছড়িয়ে দেওয়ার বিষয়ে বিশেষভাবে পরিচিত আদানি উইলমার গোষ্ঠী। বর্তমানে ভোজ্যতেল রপ্তানি করার ক্ষেত্রে দেশ জুড়ে লিডিং পজিশনে আছে তারা। তাই এই সংস্থার বিনিয়গের ফলে নতুন করে যে বাংলায় শিল্পের জোয়ার আসবে, তেমন আশাই রাখছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ